Khoborerchokh logo

গাজীপুরে ব্যক্তিগত উদ্যোগে ৫০০ পরিবারের ঈদ উপহার সামগ্রী দিলেন, জনাব ওমর ফারুক খাঁন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সমাজ সেবক। 768 0

Khoborerchokh logo

ছবি, ওমর ফারুক খাঁন


   মো: আলমগীর কবীর 
গতকাল শুক্রবার বিকালে গাজীপুর মহানগরের ৩৬ নং ওয়ার্ডের গাছা এলাকার ৫০০অসহায়,কর্মহীন, গরীব, দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব ওমর ফারুক খাঁন। বৈশ্বিক মহামারী কোভিড(১৯) করোনা ভাইরাস সংক্রমণে উদ্ভুদ পরিস্থিতিতে গত ২৬ মার্চ ২০২০ ইং হতে আমাদের দেশে লকডাউন ও সরকারি সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া অসহায়, গরীব, দুস্থ পরিবারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের প্রতি এগিয়ে আসেন এই ব্যবসায়ী ও সমাজ সেবক। অন্যান্য দিনের ন্যায় পুরো রমজান মাসে ত্রাণ সামগ্রী প্রদান অব্যাহত রেখেছেন তিনি। 
এই প্রতিবেদককে তিনি বলেন, দেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায়, গরীব দুস্থদের খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত থাকবে। 
  তিনি আরও বলেন,কর্মহীন  অসহায়,গরীব দুস্থদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 
ঈদ উপহার সামগ্রী প্রদানে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে উপস্থিত উপহার গ্রহীতারা হাসিমুখে নিজ নিজ বাসস্থানে উপহার নিয়ে যান। 
 ঈদ উপহার সামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন জনাব ওমর ফারুক খাঁন এর পিতা জনাব রেজাউল করিম খাঁন, তার বড়ভাই জনাব মো: মোশারফ হোসেন খাঁন ও মো: মোস্তফা কামাল খাঁন।  এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com